প্রতিবছরের ন্যায় এ বছরও দ্য মাউন্টিং পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো রবিবার। ওই স্কুল প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন স্কুলের ওয়াল ম্যাগাজিন " আরোহী "র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক চন্দনা সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ তানিয়া রহমত, মনিরুল ইসলাম, ডঃ বিকাশ চন্দ্র ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনবদ্য কলা ও সৃজনশীল অভিনয় দ্বারা অনুষ্ঠানটিকে অনন্য ভূমিকা দেয় ছাত্র-ছাত্রীরা। এছাড়াও প্রতিটি বিষয়বস্তুকে খুব ভালোভাবে উপস্থাপন করা হয় এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রয়েছে এমন ব্যক্তিদেরকেও সম্মানিত করা হয়।